স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার লাখ ৩২ হাজার ৮৬৩ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৫৩১ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ২৪ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭৪ হাজার ২০৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৬৫৯ জন।

প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৯১২ জন ও নারী এক লাখ ৩৬ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৩ হাজার ৬২৪ জন ও নারী ৭৫ হাজার ৩৫ জন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এদিকে, টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন মোট পাঁচ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৬২জন। তাদের মধ্যেতাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৫৩৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ৩২ হাজার ৮২৪ জন।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২১)