বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না বৃহস্পতিবার রাত ১০টায় বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিকদার বাড়ি দুর্গা মন্দির পরির্দশন করেছেন। এ সময় তাঁর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী ও দুতাবাসের উচ্চ পদাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

তিনি শিকদার বাড়ী দুর্গা মন্দির পরির্দশনে আসলে শিকদার বাড়ির পক্ষ হতে অতিথিদেরকে প্রথমে উলুর ধ্বনি ও শঙ্খ বাজিয়ে ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি ঐতিহ্যবাহী শিকদার বাড়ি দুর্গা মন্দিরে গিয়ে দেবীদুর্গাকে প্রণাম করেন।

পরে ভারতীয় সহকারী হাই-কমিশনার শিকদার বাড়ি চত্তরে উপস্থিত সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও দুর্গা পূজার সার্বিক পরিস্থিত দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিকদার বাড়ির সন্তান শিশির শিকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ বিভিন্ন সংবাদকর্মিবৃন্দ।

(এসএকে/এএস/অক্টোবর ১৬, ২০২১)