নাটোর প্রতিনিধি : নাটোরে আন্ত:নগর ট্রেনের ধাক্কায় আক্কাস আলী (৫০) রেলের এক পুশ ট্রলি (ঠেলা গাড়ি) চালক নিহত হয়েছে। শনিবার দুপুরে নাটোর-বাসুদেবপুর রেল স্টেশনের মাঝামাঝি আমহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার দুপুরে লাইন নাটোর স্টেশন থেকে রেলের পুশ ট্রলি নিয়ে আক্কাসসহ চার রেল কর্মচারী মাধনগর স্টেশনের দিকে যাচ্ছিল। পথে নাটোরের বাসুদেবপুর স্টেশনের আগে আমহাটি এলাকায় বিপরীতদিক থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসতে দেখে বুশ ট্রলির আরোহীরা দ্রুত নেমে লাইন থেকে ট্রলি নামানোর চেষ্টা করে।

এসময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পুশ ট্রলির দুমড়ে মুচড়ে যায়। এসময় পুশ ট্রলির একটি অংশ ছিটকে গিয়ে আক্বকাসের মাথায় লাগে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস বিকেলে মারা যায়।

নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত আক্কাসের বাড়ি নওগাঁ জেলায়। তারা লাইন চেকিং করতে নাটোর থেকে বাসুদেবপুর স্টেশনের দিকে যাচ্ছিল।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)