রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুমিল্লাসহ সারাদেশে মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর সংহিংসতা ও হত্যার প্রতিবাদে শনিবার (১৬ অক্টোবর) বিকালে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বর এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজারহাট উপজেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজারহাট উপজেলা শাখার ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজারহাট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজারহাট শাখার আহবায়ক সূর্য্যকমল মিশ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মধুসুদন পাল, সাংগাঠনিক সম্পাদক অজয় কুমার সরকার, প্রচার সম্পাদক নিমাই চন্দ্র রায়, দপ্তর সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট সদর ইউনিয়ন পূজা উদযাপন কমির সভাপতি রমাকান্ত মহন্ত, নাজিমখান ইউনিয়ন পূজা উযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায়, চাকিরপশার ইউনিয়নের পূজা উদযান পরিষদের সেক্রেটারী রতিন্দ্রনাথ রায়, ঘড়িয়ালডাঙ্গ ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী অবিনাশ চন্দ্র রায়, উপজেলা ছাত্র-যুব কমিটির সভাপতি নাড়– গোপাল শ্যামল প্রমূখ। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

(পিএস/এসপি/অক্টোবর ১৬, ২০২১)