লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর পদে স্থানীয় ভাবে মনোনয়ন ও একটি হত্যা মামলার মীমাংসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল্লাহ শেখকে (৪৫) ঢাকা পঙ্গু হাসপাতালে এবং মবিন শেখ (২৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। গত শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মাতুব্বর আক্তার মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের সাবেক মেম্বর কামরুল সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিগত ২০১১ সালে ওই গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আক্তার মোল্যার বড় ভাই ইদ্রিস মোল্যা খুন হয়। ইদ্রিস হত্যা মামলা মীমাংসা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই গ্রামে মেম্বর প্রার্থী মনোনয়ন করাকে কেন্দ্র করে গত শনিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে শালিস বৈঠক হওয়া কথা ছিল।

বৈঠক শুরু হওয়ার আগেই আক্তার মোল্যা ও মিরাজ মোল্যার নেতৃত্বে ১৫/২০ জন রামদা, ছ্যানদাসহ লাঠিসোঠা নিয়ে প্রতিপক্ষ কামরুল শেখ সমর্থিত লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে বাকা গ্রামের আব্দুল্লাহ শেখের দুই পায়ের ও হাতের রগ কেটে দেয়। এছাড়া মুবিন শেখ, বর্তমান মেম্বর জিরু কাজী, সুজন কাজী, রবিউল শেখ, শরিফুল ইসলাম, শাকিল মোল্যা, জিল্লুর রহমান, সাইফুল মোল্যা আহত হয়। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আব্দুল্লাহ ও মুবিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোববার সকালে আব্দুল্লাহকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাকা গ্রামের আকতার মোল্যা, জামাল মোল্যা, মোহন মোল্যা, শরিফুল মোল্যা, হাসনাত মোল্যা ও সোহেল মোল্যাকে আটক করা হয়েছে এবং ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

(আরএম/এসপি/অক্টোবর ১৭, ২০২১)