ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে ভাঙা ব্রিজ থেকে খালে পড়ে এক শিশুর মর্মান্তিক  মৃত্যু হয়েছে। এটা ব্রিজ নয় যেন মরণ ফাঁদ! দীর্ঘ ২০ বছর ধরে এই ব্রিজটি অবহেলিত বহুবার সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে আবেদন করেও কো সুফল পাননি, ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। 

নিহত জাহেদ হাসান (৪) উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো.মাসুদের ছেলে। জাহিদের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে চরজব্বর থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, নিহত জাহেদ বিকেলের দিকে তার বাড়ির পাশে তার নানার বাড়িতে যায়। একপর্যায়ে একা নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে সড়কে থাকা ভাঙ্গা পোল দিয়ে সে খালের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যা নিশ্চিত করেন। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২১)