মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)। 

রবিবার (১৭ অক্টোবর) সকালে শহরের ভিক্টোরিয়া রোডে মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সংশ্লিষ্ট পেশায় সংঘটিত অপরাধ বন্ধে টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন-জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহাসচিব হাজবুল আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সমীর বসাক প্রমুখ। এছাড়াও মোবাইল ফোন মেরামত পেশার স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন শক্তিতে রূপান্তরিত করার দাবি জানান। গ্রাহক সেবার মান নিশ্চিতসহ হারানো মোবাইল উদ্ধারে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাসও দেন নেতাকর্মীরা।

(এসএম/এসপি/অক্টোবর ১৭, ২০২১)