আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, স্ব-তন্ত্র প্রার্থীসহ পাঁচটি ইউনিয়নে মোট ১২জন চেয়ারম্যান পদে তাদের মনোয়নয়নপত্র দাখিল করেছেন।

রবিবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে সকালে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে সংশ্লিষ্ঠ রিটার্নিং অফিসারদের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মিলাদ।

রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের রির্টার্নিং অফিসার মো. মিজানুর রহমান এবং বাকাল ও বাগধা ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. সহিদুল্ল্যাহ জানান- মনোনয়নপত্র দাখিল করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন রাজিহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও রতœপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে গৈলা মডেল ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত।

এছাড়াও বাকাল ইউনিয়নে স্ব-তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন বানিজ্যর জন্য বরাবরের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ব্যাংকার আজিজুর রহমান বালী।

দলীয় সূত্র মতে, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের প্রত্যাশায় দলের কাছে আবেদন করেছিলেন রাজিহার ইউনিয়নে ১৩জন, বাকাল ইউনিয়নে ১২জন, বাগধা ইউনিয়নে ১২জন, গৈলা ইউনিয়নে ২০জন ও রতœপুর ইউনিয়নে ১২জনসহ মোট ৬৯জন দলীয় নেতারা।

এছাড়াও ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হিসেবে রাজিহার ইউনিয়নে ইকতিয়ার হোসেন, বাকাল ইউনিয়নে মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদি, বাগধা ইউনিয়নে আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, গৈলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন বেপারী ও রতœপুর ইউনিয়নে খলিলুর রহমান শাহ তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেছেন।

তবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সাংগঠনিক দুরবস্থার কারণে কোন ইউনিয়নেই তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিতে পারে নি। অপরদিকে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ি নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি।

(টিবি/এসপি/অক্টোবর ১৭, ২০২১)