দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা দাবা লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (১৭ অক্টোবর) বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাশক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম সেবা, স্পনসর প্রতিষ্ঠানঃ Akh group এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুর রহমান চুনু প্রমূখ।

গত মাসে ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত দাবা লিগের খেলা গুলি শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী ক্রীড়াচক্র রানার আপ নাজিব স্পোটিং ক্লাব এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন লিপন স্পোর্টিং ক্লাব।

এছাড়া প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত মিরান মাহমুদ হাসান। প্রতিযোগিতায় ৫ বোর্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরান মাহমুদ হাসান, মোঃ শাকিল, অপূর্ব বিশ্বাস, শাহিনুর রহমান রাতুল, গাজী ফরিদুজ্জামান
অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুরে আবারো নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে । এবং এখান থেকে ভালো খেলোয়ার বেরিয়ে আসবে।

বক্তারা বলেন, আগে প্রতিদিন স্কুলে খেলাধুলার আয়োজন থাকতো আবার আসো অবস্থা ফিরিয়ে আনতে হবে। এ ব্যাপারে স্কুলের ক্রীড়া শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা নিয়মিত ক্যালেন্ডার তৈরি করে খেলার আয়োজন করার জন্য জেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া এ টুর্নামেন্টে থেকে আগামী দিনে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে Akh group এর পরিচালক শামীম হক আগামী দিনে সব ধরনের খেলায় তার সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সঞ্চালনা করেন পুলিশের আর ওয়ান আনোয়ার হোসেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলা বৃন্দ উপস্থিত ছিলেন।

এ টুর্নামেন্টে আয়োজনে ছিলেন ফরিদপুর জেলা পুলিশ ও Akh group.। সার্বিক সহযোগিতা ছিল জেলা ক্রীড়া সংস্থা।

(ডিসি/এসপি/অক্টোবর ১৭, ২০২১)