বাগেরহাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। 

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিশু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এন্ড আনির্ং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সি প্রশিক্ষণপ্রাপ্ত জেলা ভিত্তিক সেরা ৩৪ জন ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নেন।

(এসএকে/এসপি/অক্টোবর ১৮, ২০২১)