দিনাজপুর প্রতিনিধি : নতুন জনবল কাঠামো বাতিল করে পুর্বের জনবল কাঠামো পুনর্বহাল করার আশ্বাসে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা আন্দোলন কর্মসূচী বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির প্রশাসনিক ভবনে টানা দুদিন ধরে শ্রমিকদের অবরোধ চলছিল। বুধবার রাত ১০টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুজ্জামান আন্দোলনরত শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। তিনি বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে এ সংক্রান্ত লিখিত ঘোষনাপত্র শ্রমিকদের দেয়ার আশ্বাস দেন ।

বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের এ ঘোষনার প্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আন্দোলন কর্মসূচী স্থগিত করেন।

আন্দোলন কর্মসূচী স্থগিত করায় অবরোধ তুলে নেয়ায় পর প্রশাসনিক ভবনে অবরুদ্ধ খনির ৫০ জন কর্মকর্তা-কর্মচারী বের হয়ে আসেন। তারা দীর্ঘ ৩৬ ঘন্টা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলো।

(এটি/জেএ/এইচআর/এপ্রিল ২৪, ২০১৪)