স্টাফ রিপোর্টার, গাজীপুর : কুমিল্লা, নোয়াখালী ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ অক্টোবর) তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইসকন গাজীপুর মহানগর শাখার সভাপতি গৌর কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সংকীর্তণ দাস বর্মণের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর কানাই দাস, প্রচার সম্পাদক দয়াল মুকুন্দ দাস, রাজীব চরণ শ্যাম দাস, বাসুদেব কানাই দাস প্রমুখ। প্রতিবাদ সভার পরে দুপুরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, মুসলমান ও কোরআনের অবমাননাকারীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দেয়া হউক।

(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২১)