সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার, কেক কাটা ও শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদ্যম্য আত্মবিশ্বাস, দিবসের প্রতিপাদ্য ভিত্তিক আলোচনা সভা ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ।

এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে শিশু কিশোরদের মাঝে ১শ তালের চারা বিতরন, মিলাদ দোয়া মাহফিল ও প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্তি ঘটে। সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দাকারের নেতৃত্বে শহিদ শেখ রাসেল প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, আনসার ভিডিপি, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করে। সকাল ১০ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা। আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, গোলাম জিলানী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সুধিজন।

অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃতি, পুরস্কার বিতরন ও গাছের চারা রোপন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুকন উদ্দিন খানের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

(এসবি/এসপি/অক্টোবর ১৮, ২০২১)