রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় যথাযথ মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর সকাল ৭টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কর্তন ও দোয়ার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। বিভিন্ন উপজেলা প্রশাসন, স্কুল-কলেজ-মাদ্রাসায় পৃথক পৃথকভাবে নানামূখি কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি অতিবাহীত হয়। এছাড়াও কবিতা, ছাড়া, আবৃতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে পলাশবাড়ী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কর্তন অনুষ্ঠান পালিত হয়েছে। সকালে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে দোয়া ও কেককাটা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র, সহকারী শিক্ষক ফজলুল কবির প্লাবন প্রমূখ।

(আর/এসপি/অক্টোবর ১৮, ২০২১)