রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা অফিসের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআরটিএ খুলনা বিভাগীয় উপপরিচালক একেএম মিজানুর রহমান, সাতক্ষীরা শাখার সহকারি পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, অফিস সহকারি সাইফুল ইসলাম, শেখ আমিনুর হোসেন, জিয়াদ আলী প্রমুখ।

গণশুনানীতে অংশ নিয়ে বিআরটিএতে নিবন্ধন, চালক সনদ, নাম পরিবর্তণ, নাম্বার প্লেট প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে হয়রানির অভিযোগ করা হয়। ডিজিটালাইজেসন হওয়ার পরও সাধারণ মানুষকে নিবন্ধন ও চালক সনদসহ বিভিন্ন সুবিধা পেতে ভোগান্তি পেতে হচ্ছে কেন তা জানতে চান সাধারণ মানুষ। এ সময় বিআরটিএ খুলনা বিভাগীয় উপপরিচালক একেএম মিজানুর রহমান, সাতক্ষীরা শাখার সহকারি পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন পূর্বের ঠিকাদার পরিবর্তণ জনিত কারণ ছাড়াও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে এ সমস্যা খুব শীঘ্র সমাধান হয়ে যাবে বলে তারা জানান।

(আরকে/এএস/অক্টোবর ১৮, ২০২১)