স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফুটবল ক্লাব বার্সেলোনা ১৮৯৯ সালে কালালোনিয়ার বার্সেলোনা শহরে প্রতিষ্ঠিত হয়। দেখতে দেখতে ইতিহাস ও ঐতিহ্যের ১১৫ বছরে পা দিয়েছে ক্লাবটি। এই দীর্ঘ সময়ের মধ্যে কখনোই তারা ঘরের মাঠের জার্সি পরিবর্তন করেনি। ঘরের মাঠে নীল-বেগুনি জার্সি ছাড়া খেলেনি। কিন্তু ১১৫ বছরের এই ঐতিহ্যে পরিবর্তন আনতে যাচ্ছে বার্সা।

আজ রাতে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে মেসিরদের গায়ে বার্সেলোনার নীল-বেগুনি জার্সি থাকবে না। তারা মাঠে নামবে লাল-হলুদের জার্সি পরে। আর এই লাল-হলুদ হচ্ছে কাতালানের জাতীয় পতাকার রং। হঠাৎ কেন এই পরিবর্তন? স্বাধীনতার দাবিতে সোচ্চার স্পেনের কাতালোনিয়া রাজ্য। ১১ সেপ্টেম্বর কাতালোনিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতার পক্ষে বিশাল এক জনসমূদ্র রাস্তায় নেমে আসে। তারা কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে থাকে। প্লেকার্ড, ব্যানার নিয়ে হাজির হয়। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই বার্সেলোনা তাদের ১১৫ বছরের ঐতিহ্য ভেঙে নতুন জার্সি পড়ে মাঠে নামতে যাচ্ছে।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৩, ২০১৪)