নিউজ ডেস্ক : মেমোরি কার্ড তৈরিকারী প্রতিষ্ঠান স্যানডিস্ক প্রথমবারের মতো ৫১২ গিগাবাইটের মেমোরি কার্ড বাজারে আনতে যাচ্ছে। এসডি কার্ডের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে বিশেষজ্ঞদের মতে এসডি কার্ড দুই টেরাবাইট পর্যন্ত ক্ষমতা সম্পন্ন হতে পারে।

নতুন এই মেমোরি কার্ডটি অল্প কিছুদিনের মধ্যেই বিক্রি শুরু হবে। এর দাম ধরা হয়েছে ৮০০ ডলার। মূলত চলচ্চিত্র নির্মাতাদের উচ্চ রেজ্যুলেশনের (ফোরকে) ভিডিও ধারণ করার সুবিধা দিতেই এই উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি কার্ডটি আনা হয়েছে।

ফোরকে ভিডিওগুলো অত্যন্ত বেশি জায়গা নিয়ে থাকে। সাধারণ এইচডি ভিডিওগুলোর চারগুণ অধিক রেজ্যুলেশনের এই ভিডিওগুলো এক মিনিটেই পাঁচ জিবি জায়গা নেয়। এখন থেকে এক দশক আগে প্রতিষ্ঠানটি সর্ব প্রথম ৫১২ মেগাবাইটের এসডি কার্ড বাজারে এনেছিল।

(অ/সেপ্টেম্বর ১৩, ২০১৪)