টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সন্তোস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস ও পরীক্ষা নেওয়াহবে। এছাড়া আবাসিক হলসমূহ প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে ২৫ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ অক্টোবর অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরি) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩ তম (জরুরি) রিজেণ্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকাশ, সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি (সব সময় পরিস্কার পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান পানি দিয়ে হাত ধৌত করা, হাঁচি এবং কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি) মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

(এসএম/এসপি/অক্টোবর ২০, ২০২১)