এ কে আজাদ, রাজবাড়ী : আবারও ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর পদ্মা নদীর প্রতিরক্ষা বাঁধে। এতে করে গোদার বাজার চরসিলিমপুর এলাকায় বাঁধের কংক্রিটের তৈরি সিসি ব্লক সহ ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি আপদকালীন কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, পদ্মা নদীর ভাঙন ঠেকাতে ৩৭৬ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। তবে প্রকল্পের কাজ শেষ না হতেই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় ভাঙন। বুধবার পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর ডান তীর প্রতিরক্ষা বাঁধের ২০ জায়গায় প্রায় ৮০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে কিছু জায়গায় নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ১০ মিটার। তবে ভাঙনরোধে জরুরি আপদকালীন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর গণমাধ্যম কে বলেন, বুধবারের ভাঙনে প্রতিরক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার ধসে গেছে। ভাঙন জায়গায় জরুরি আপদকালীন কাজ হিসেবে জিও টিউব ফেলা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত প্রায় প্রতিরক্ষা বাঁধের ২০টি জায়গায় ভাঙন দেখা দেয়।

(একে/এসপি/অক্টোবর ২১, ২০২১)