চুয়াডাঙ্গা প্রতিনিদি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার খোরশেদ আলমের নির্দেশে হাবিলদার নাজমুল হক ও আব্দুল করিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সীমান্তের আখক্ষেতে ওৎপেতে ছিল। এসময় ৬-৭ জন চোরাচালানী দেখে চ্যালেঞ্জ করলে তারা ৬টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৭০৪ বোতল ফেনসিডিল জব্দ করে।

এছাড়া, একইদিনে সুলতানা ক্যাম্পের কমান্ডার সেলিম উদ্দীন ঝাঝাডাঙ্গা সীমান্তে টহল দেওয়ার সময় ২জন চোরাচালানী দেখে ধাওয়া করে। এসময় তারা ২টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল জব্দ করে।

এদিকে দামুড়হুদার পৃথক স্থান থেকে ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- সাজাতুল (৪০) ও আব্দুল মান্নান (৪৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ওসি কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঈশ্বরচন্দ্রপুর ও লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে সাজাতুলকে ১২বোতল ফেনসিডিল এবং লক্ষীপুর গ্রামের মফিজুলের ছেলে আব্দুল মান্নানকে আটক করে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৪, ২০১৪)