আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার এই হামলায় নিহতদের মধ্যে বাদর মানসুর গ্রুপের প্রধান দুই কমান্ডারও ছিলেন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের অনলাইন সংস্করণে রবিবার বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান ও পাকিটিকা প্রদেশের পাক-আফগান সীমান্তের শূন্যরেখায় কোমাল গ্রামের কাছে ওই ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তান সরকার কিংবা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ থেকে অবশ্য এই হামলার বিষয়ে কোনো বিবৃতি আসেনি বলে লিখেছে ডন।

প্রসঙ্গত, পাক-আফগান সীমান্তে ড্রোন অপারেশন পরিচালনা করে আফগান সরকার ও সিআইএ।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৪, ২০১৪)