এ কে আজাদ, রাজবাড়ী : কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর রংপুর জেলাসহ সারাদেশের বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মাবলম্বীদের দোকান-পাট, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, হিন্দু নারী ও শিশু ধর্ষণ ও যান-মালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ চত্ত্বরে বাংলাদেশ ব্রাহ্মন সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ব্রাহ্মন সংসদের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর সুবোধ মৈত্র, বাসন্তী স্যানাল, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী,সহ-সভাপতি নারায়ণ চন্দ্র গোস্বামী, সাধারন সম্পাদক উত্তম কুমার গোস্বামী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের প্রাণের জন্মভূমিতে এমন সাম্প্রদায়িক কর্মকান্ড মেনে নেওয়া কঠিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। আমরা তার স্বপ্নের বাস্তবায়ন চাই। দেশে অনেক বিচার খুব দ্রুত সমযের মাঝেই হচ্ছে কিন্তু সংখ্যালঘুদের উপরে হামলার বিচার দ্রুত বাস্তবায়ন আমরা দেখছি না। আসামীর সংখ্যা কমিয়ে এসকল হামলার বিচার দ্রুত বাস্তবায়ন চাই আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী বাংলাদেশ যেমনভাবে আপনার হাত ধরে।

(একে/এসপি/অক্টোবর ২২, ২০২১)