স্টাফ রিপোর্টার : আর্তমানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব শুধু বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করেছেন। সামাজিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে সরকারের পাশাপাশি দুস্থ অসহায় মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে।

লায়ন্স ক্লাবের জেলা গভর্নর (৩১৫এ১) আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লায়ন মোসলেম আলী খান, লায়ন নাজমুল হক, লায়ন এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামালসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২১)