বিনোদন ডেস্ক : সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজন করা হয় ‘সহিংসতা বিরোধী কনসার্ট। শুক্রবার এটি অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কনসার্টের আয়োজন করেন।

এ আয়োজনে গান, কবিতায় মুখরিত হয়ে উঠেছিলো রাজু ভাস্কর্যের চারপাশ। শুক্রবার দুপুর থেকেই কনসার্ট উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসতে শুরু করেন। এরপর ক্রমেই বেড়েছে মানুষ। ছুটির দিনে নানা শ্রেণি-পেশা ও বয়সের সাধারণ মানুষও এসে মজেছিলেন টিএসসিতে।

হাজারো মানুষেল সমুদ্রে স্লোগান উঠেছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে। ‘হিন্দু নাকি মুসলিম’ প্রশ্নের জবাবে আকাশ বাতাস কেঁপেছিলো ‘এক দেশ এক প্রাণ’ স্লোগানে।

ধর্ম নিয়ে রাজনীতি ও হানাহানি বন্ধের বিরুদ্ধে জেগে উঠেছিলো হাজারো কণ্ঠ। সে এক দেখার মতো দৃশ্য, শোনার মতো স্বর, উপভোগ করার মতো নেমেছিলো একটা দিন ও রাত।

‘শিরোনামহীন’সহ দর্শক নন্দিত বেশকিছু ব্যান্ড এতে গান পরিবেশন করে। সে তালিকায় ছিলো সহজিয়া, মেঘদল, বাংলা ফাইভ, শহরতলি, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অর্জন, গঞ্জে ফেরেশতা, বুনোফুল ব্যান্ড।

গানের পাশাপাশি কবিতা আবৃত্তি, মূকাভিনয়, নৃত্যও পরিবেশন করা হয় সম্প্রীতির চেতনায়।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২১)