মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী বাস স্টান্ডে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমাও, গরীব মানুষের জান বাঁচাও, ঘুষ দুর্ণীতি লুটপাট বন্ধ কর, ভাত ও ভোটের অধিকার চাই দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কেরামত আলী লালের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাডভোকেট মানিক মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সাধারন সম্পাদক শাহ কুতুবুজ্জামান, ক্ষেতমজুর সমিতির সদন্য আ. রাজ্জাক, সিপিবি কামারখালী শাখার সাধারন সম্পাদক আলোয়া বেগম মিরা, যুব ইউনিয়ন উপজেলা শাখার সাধারন সম্পাদক মাসুদ রানা। সমাবেশটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কুষক সমিতির কামারখালী শাখার সদস্য মোহাম্মদ আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার, অগ্নিসংযোগ, খুন, ধর্ষনের বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমানোসহ ভাত ও ভোটের অধিকারের দাবী জানান।

(এম/এসপি/অক্টোবর ২৪, ২০২১)