কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতদলের হামলায় এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার রাতে ভেড়ামারা জুনিয়াদহ আঞ্চলিক সড়কের বাকাপোল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকতরা মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনু (৪৮), তার খালাতো ভাই মনোয়ার হোসেন (৫০) ও প্রতিবেশী মনিরুল ইসলাম (৪০) অসুস্থ পিতাকে দেখতে ভেড়ামারা শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি গোলাপনগরের উদ্দেশে রওয়ানা হন। তারা বাকাপোল নামক স্থানে পৌঁছালে আগে থেকেই রাস্তায় বাঁধা তারে জড়িয়ে ছিটকে পড়েন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রেললাইনের উপর নিয়ে হাত-পা ও মুখ বেধে বেধড়ক পেটাতে থাকেন।

এতে মারাত্মক আহত হয় ফারুক আহমেদ পিনু ও মনিরুল ইসলাম। একপর্যায়ে ডাকাতরা মনিরুল ইসলামের টারবো নামের একটি মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি লুট করে ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতরা চলে গেলেও হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকেন ফারুক আহমেদ পিনুসহ তিনজন। ঘটনার তিন ঘণ্টা পর রাত ১২ টার দিকে হামাগুড়ি দিয়ে আবারো আঞ্চলিক সড়কে পৌঁছান তারা। এ সময় ওই সড়কে পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাত দেড়টার দিকে আহতদের নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। রাতেই কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা।

(এমআর/এনডি/সেপ্টেম্বর ১৪, ২০১৪)