নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁ শহরের পুরনো কালেক্টরেট চত্বরের পিছনে ছোট যমুনা নদীর পারঘাটির ওপরে আসাদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আসাদুল শহরের চকবাড়িয়া মহল্লার মৃত আফছার আলীর পুত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাত ৯টার দিকে সদর উপজেলা পরিষদের সামনের একটি দোকানে বসে তাকে গল্প করতেও দেখেছে স্থানীয় লোকজন। শহরের প্রাণকেন্দ্রে এমন লোমহর্ষক ঘটনা শহর জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আসাদুল এক সন্তানের জনক। সে একজন রিক্সাচালক। তবে নেশা ও অবৈধ নারী ব্যবসা জগতের দিকে তার অবাধ বিচরন ছিল। এসব কারনেই অপরাধ জগতের সহকর্মীরা তাকে নৃশংসভাবে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফিরোজ হাসান, জিএম শাখার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম অকুস্থল পরিদর্শন করেন। তাদের মতে, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই লোমহর্ষক হত্যাকান্ডটি ঘটানো হতে পারে। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশী তৎপরতা শুরু হয়েছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)