টাঙ্গাইল প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে স্কুল কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন/সাইন ও সিগন্যাল বিষয়ে গণসচেতনামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (অক্টোবর ২৫) দুপুরে সদর উপজেলার ভাটচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, ভাটচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মাইনুল হক, প্রধান শিক্ষক নাছিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন/সাইন ও সিগন্যাল বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৫, ২০২১)