নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে চাকুির দেয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় হাসান (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।  সোমবার দুপুরে কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালীন পুলিশ লাইন্সের প্রথম গেট থেকে নগদ ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটক হাসান জেলার পত্নীতলা উপজেলার গগনপুর পূর্ব-পাড়া গ্রামের বারিক মণ্ডলের ছেলে। বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মতো নওগাঁতেও সোমবার থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা শুরু হয়েছে। নওগাঁ পুলিশ লাইনস প্রশাসনিক ভবনে এ পরীক্ষা নেয়া হচ্ছে।

পরীক্ষা শুরু হওয়ার আগে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কিছু প্রতারক কনস্টেবল পদে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে পুলিশ লাইন্সের এলাকায় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে মাঠে নামে ডিবি পুলিশের একটি দল। এরই এক পর্যায়ে পুলিশ লাইন্সেন সামনের রাস্তা থেকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেনের সময় প্রতারক হাসানকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ওই এলাকায় ভিড় থাকায় তাঁর অন্য সহযোগি ও টাকা প্রদানকারী যুবক সেখান থেকে পালিয়ে যায়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ২৫, ২০২১)