আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের।

ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরিষদের গোডাউনে জেলেদের মাঝে বিতরনের জন্য ৪৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং ভিজিডির ১০ বস্তা সরকারী চাল রক্ষিত ছিলো। রবিবার দিবাগত রাতে গোডাউনের পিছনের জানালার লোহার সিঁধ কেটে গোডাউন থেকে ২৭ বস্তা চাল চুরির ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রথম গোডাউনের জানালার সিঁধ কাটা দেখে। পরবর্তীতে খবর পেয়ে গোডাউন খুলে দেখা যায় জেলেদের জন্য রক্ষিত চালের মধ্যথেকে ২৭ বস্তা চাল চোরেরা নিয়ে গেছে।

(টিবি/এএস/অক্টোবর ২৫, ২০২১)