এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের ঘোষিত অবৈধ কমিটি বাতিলের দাবিতে বগুড়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ অক্টোবর ২০২১, শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অর্থনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের অবৈধ কমিটি ঘোষিত হয়।

অবৈধ কমিটি বাতিলের দাবিতে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রদানের প্রতিবাদে সোমবার (২৫ অক্টোবর) বিকাল চারটায় মাটিডালি বিমান মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকছুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ স্বপ্না চৌধুরী, মা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, সদর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা হক, সেলিনা আক্তার, নাজমুন নাহার, রূপালি বেগম, তুহিনা খাতুন, আশা খাতুন, মাহফুজা খাতুন, শিল্পী, শারমিন সহ প্রমুখ।

সমাবেশে নেত্রীবৃন্দ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শের সৈনিক এবং তাঁর সুযোগ্য সন্তান গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমনন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আস্থাভাজন থেকে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন যাবৎ মহিলা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। অনৈতিকভাবে ও অনিয়মের মাধ্যমে সদ্য ঘোষিত অবৈধ কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৭ অক্টোবর ২০২১, রবিবার শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং ২৩ অক্টোবর শনিবার কাহালু উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একই দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(এটিআর/এসপি/অক্টোবর ২৫, ২০২১)