স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে দুর্নামের শেষ নেই। তবে অনেক ভালো ইউনিভার্সিটিও আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

আজ রবিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আরো প্রাইভেট ইউনিভার্সিটির দরকার আছে। এই সেক্টরকে আরো উন্নত করতে হবে। যারা দুই নাম্বারী করে ইউনিভার্সিটি চালায় তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি মানে গবেষণাগার-ল্যাবরেটরি থাকবে। কিন্তু আজকাল নামে-বেনামে যে শত শত প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠছে সেখানে গবেষণার সুযোগ নেই। নেই কোনো ভালো ল্যাবরেটরি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, গ্রামীণফোনের সিএমও মি. এলান বঙ্কে প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৪, ২০১৪)