নাটোর প্রতিনিধি : রবিবার নাটোরে স্থানীয় পর্যায়ে অধিক সেবা প্রদানের লক্ষে সেবা গ্রহীতাদের সঙ্গে সদর হাসপাতালের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর হাসপাতালের শহীদ নুরুল হক মিলনায়তনে আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (ইএমভি) ডা. আব্দুল বাছিত,সহকারী পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ফারুক আহমেদ ভুইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নবীউর রহমান পিপলু,ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী,হোমিও চিকিৎসক সঞ্জীব ভৌমিক,রুহুল আমিন বিপ্লব,মানবাধিকার কর্মী তহমিনা খান, বালিকা শিশু সদনের রুবি খাতুন, পুতুল প্রমুখ। বক্তারা সদর হাসপাতালের নানা সমস্যা তুলে ধরে তা বাস্তবায়নে দাবি জানান।

এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, দিনমজুর, হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও আদিবাসীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)