নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চলতি আমন মৌসুমে কারেন্ট পোকার উপদ্রপে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। একাধিকবার কারেন্ট পোকা নিধনে কীটনাশক প্রয়োগ করেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না আমন চাষীরা। চলতি মৌসুমে এ পোকার উপদ্রপে আমন ধান উৎপাদনে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব পরতে পারে বলে কৃষকরা মনে করছেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০ ইউনিয়নে ২৮ হাজার ৬শ’ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

উপজেলার হাতুড় গ্রামের কৃষক আমির হামজা, রাইগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের বাবু হোসেন, ছোট মহেষপুর গ্রামের মোনাজ উদ্দিন, আজাহার হোসেন, বুলবুল হোসেন ও মকলেছুর রহমান জানান, প্রতিকুল আবহাওয়ার কারনে চলতি মৌসুমে আমন ধান চাষ করতে গিয়ে অতিরিক্ত ব্যয়ে সেচের পানি ক্রয় করাসহ কারেন্ট পোকার উপদ্রপে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ওইসব কৃষকদের মতে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তারা সপ্তাহে দুই একবার কারেন্ট পোকা নিধনে কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন পরামর্শ প্রদান করলেও তা কাজে আসছেনা। বিঘাপ্রতি আমন ধান চাষের জমিতে প্রয়োজনের অতিরিক্ত একধিকবার কীটনাশক প্রয়োগ করা হলেও নিয়ন্ত্রণে আসছে না কারেন্ট পোকা।

চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন আমন ক্ষেতে কারেন্ট পোকা নিধনে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়ার দাবী করে উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, চলতি মৌসুমে কারেন্ট পোকার কারনে আমন ধান উৎপাদনে তেমন কোন নেতিবাচক প্রভাব পরবে না।

(বিএস/এসপি/অক্টোবর ২৮, ২০২১)