নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেলসহ শিক্ষা উপবৃত্তি অর্থ বিতরণ করা হয়। বাইসাইকেল ও উপবৃত্তির অর্থ বিতরণ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) মো: রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন প্রমুখ। এর আগে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০টি বাইসাইকেল, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির ৯০ হাজার টাকা, ১ম থেকে ৫ম শ্রেণীর ৩০জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির ৭২ হাজার টাকা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষন প্রকল্পের ১০ম ও ১১তম ব্যাচের ১০০ জন প্রশিক্ষনার্থীদের সনদ সম্মানী ভাতা ৯ লাখ টাকা বিতরণ করা হয়।

(বিএস/এসপি/অক্টোবর ২৮, ২০২১)