শেরপুর প্রতিনিধি : শেরপুরে নকলা থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-নকলা উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়া (৫০), রফিজ উদ্দিন (৫০), নুরুল আমিন (৫৫), সুমন মিয়া (৩০), আলাল মিয়া (৪০), হালিম মিয়া (৩০), কয়ছর আলী (৪৫), বজলুর রহমান (৪৫), খোকন মিয়া (৩৬), শফিকুল চোরা (২৫), মফিদুল (২৫), আবুল হোসেন (৪৫), আল আমিন (২২) ও নূর ইসলাম (৩০)।

নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুজ্জামান জানান, জুয়া খেলা, গাজা সেবন ও বিক্রী, চুরির অভিযোগ এবং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ান্টেভুক্ত আসামী হিসেবে এদের গ্রেপ্তার করা হয়।

(এইবি/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)