রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের নৌকার প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সরকার বিরোধী জামায়াত/বিএনপি’র মদদদাতা Md. Sirazul Islamএর ফেসবুক আইডি থেকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গা-কে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীদের চরম হতাশা শীর্ষক যে খবরটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের প্রতিবাদে ২৮ অক্টোবর বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হোসেনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ ১৮ জন উপস্থিত থেকে এ প্রতিবাদ সভার করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও হোসেনপুর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গাসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা এসব ঘটনায় উপরোক্ত আইডিধারী পরিকল্পিত আওয়ামীলীগসহ চলমান ইউপি নির্বাচন বিরোধী বিএনপি/জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে অতি উৎসুক বশতঃ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রসহ অপপ্রচারে লিপ্ত। আমরা উপস্থিত নেতৃবৃন্দ উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।

(আর/এসপি/অক্টোবর ২৮, ২০২১)