স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছেন পাংশার আদিবাসী আরতি রানী সরদার । চিঠিটি হুবহু তুলে ধরা হল: 

মাননীয় প্রধানমন্ত্রী,

আমি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা আদিবাসী আরতি রানী সরদার (৯০)। আমি দীর্ঘ ৬০/৭০ বছর উক্ত জমি (খতিয়ান নং-৭৫৪ দাগ নং-৬৮১) তে ঘর-দরজা উত্তলন পূর্বক ছেলে মেয়ে সহ বসবাস করে আসছি। তবে এলাকার প্রভাবশালী মোঃরবিন শেখ (৫৪), মোঃকোহেন শেখ (৫২), মোঃ কোপেন শেখ (৩৮) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে গত ১৯/০৮/১৯ তারিখে ভোর রাত আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় তাদের হাতে থাকা দা, খোনতা ও আগ্নেয়াস্ত্র সহ আমার তফসিল বর্ণিত জমিতে অনাধিকার প্রবেশ করে ও দুইটা ঘর ভাঙ্গচুর করে ১৫০০০০টাকার ক্ষতি সাধন করে এবং আমাদের জোর পূর্বক ঘর থেকে বাহির করে দেয়। যদিও পাংশা মডেল থানার অত্যান্ত নিটে ওই জমি হলেও থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই।বর্তমানে ও পাংশা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ কারা হয় নি। আমি এখন রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার ফেরিওয়ালা, আপনি অসহায়ের পাশে সবসময় থাকেন। আমিও আমার ছেলে মেয়ে সহ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনার কাছে আকুল আবেদন আমার সম্পত্তি ফিরিয়ে দিয়ে আমাকে অন্যদের মতো সাভাবিক ভাবে বাচতে সাহায্য করবেন।

আদিবাসী আরতি রানী সরদার

পাংশা পৌরসভা

পাংশা, রাজবাড়ী।

(একে/এসপি/অক্টোবর ২৮, ২০২১)