আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ছয়দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর জেল প্রশাসকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুন ভূইঁয়ার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা সংসদের সভাপতি সেতারা বেগম,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহসাধারণ সম্পাদক ননীগোপাল বর্মন,ফিরোজ আমিন সরকার রাসেল,সদস্য সুচরিতা দেব ও আবুবক্কর সিদ্দিক ।

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিচার,বাকস্বাধীনতা,মুক্তচিন্তা ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পথ অবাধ করা, দেশের প্রতিটি স্কুলে শিল্পকলা বিষয়ক একাধিক শিক্ষক নিয়োগ দেওয়া, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারী সঠিকভাবে পালনের লক্ষে নজরদারি করা, উন্নয়নের নামে প্রাণ প্রকৃতি ধ্বংসকারী সকল প্রকল্প বাতিলের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

(আই/এসপি/অক্টোবর ২৮, ২০২১)