আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভ্যানে যাত্রী না নেয়ায় সুমন হাওলাদার (১৫) নামের এক কিশোর ভ্যান চালককে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমন জানায়, বুধবার সন্ধ্যায় বাটাজোর বন্দর থেকে আটক গ্রামের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানে জায়গা না থাকায় ওই গ্রামের জব্বার মোল্লা নামের এক যাত্রীকে ওঠাতে পারেননি। এ ঘটনার জেরধরে তর্কাতর্কির একপর্যায়ে তাকে (সুমন) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে পূর্ব শরিফাবাদ গ্রামে পূর্ব বিরোধের জেরধরে বিধবা নারীর বাসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে নারীসহ তিনজনকে আহত করা হয়েছে বলে অভিযোগে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন পূর্ব শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন তার পুত্র আমিন হাওলাদার ও কন্যা ডেনি আক্তার। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আমিন হাওলাদার জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরধরে তাদের বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ইউপি সদস্য জসিম হাওলাদার ও তার লোকজন। হামলা ঠেকাতে গেলে তার মা শাহনাজ পারভীন এবং বোন ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। এসময় হামলাকারী তাদের বসতঘর ভাঙচুর করে বাড়ি থেকে বের হওয়ার জন্য বাঁশের সাকো ভেঙ্গে দিয়ে সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অপরদিকে ভ্যানে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাটাজোর বাসষ্ট্যান্ডে সুমন হাওলাদার নামের এক কিশোর ভ্যান চালককে পিটিয়ে আহত করেছে জব্বার মোল্লা নামের এক যাত্রী। আহতরা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

এদিকে আগৈলঝাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সুজনকাঠি সড়কে মোড় ঘোরার সময় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পূর্বসুজনকাঠি গ্রামের খলিল মোল্লার ছেলে মেহেদী মোল্লা, হুমায়ন মোল্লার ছেলে আবির মোল্লা ও আজগর মোল্লার ছেলে সৌরভ মোল্লা আহত হয়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত মেহেদী মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২১)