রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাম্প্রাদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় পৌরসভার সভার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্যানেন মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, থানা মসজিদের ইমাম মাহামুদুল হাসান, সাতক্ষীরা জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরের পুরোহিত শ্যামল চ্যাটার্জী, পুরাতন সাতক্ষীরা রাধা শ্যাম সুন্দর দূর্গা মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ দাশ ব্রক্ষচারী, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল একটি গোষ্টি। তারা কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। বক্তারা এ সময় এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

(আরকে/এসপি/অক্টোবর ২৮, ২০২১)