দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর কোটপাড়ে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জনাব রাজিব হোসেন রাজিব এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব এ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, ফরিদপুর জেলা বিএনপি'র সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা জসিম, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, যুবদলের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বর্তমান স্বৈরাচারী হাসিনা সরকার দেশে একদলীয় সরকার ব্যাবস্থা কায়েম করেছে।তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির নেতা কর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করে জেলে পাঠাচ্ছে।তারা দেশের সাধারণ মানুষের ভোটাধিকার যেমন হরণ করেছে তেমনি মানুষের বাক স্বাধীনতাও হরণ করেছে। আজ কোথাও সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। দেশে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দীদশা থেকে মুক্ত করতে হবে ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে সভায় উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন।

(ডিসি/এসপি/অক্টোবর ২৮, ২০২১)