রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় আফালী মুসল্লী (৬৫) নামে এক সিনিয়র সিটিজেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ মাদারগঞ্জ পৌরসভার বীর গোপালপুর এলাকার মৃত খয়রুদ্দিনের ছেলে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন (মিয়া বাজার) এলাকা থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে ছেলের সাথে পারিবারিক একটি বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়। পরে বাসা থেকে তিনি রাতেই বের হয়ে যান। সকালে স্থানীয়রা বৃদ্ধের ঝুলন্ত লাশ থেকে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, আমরা ধারণা করছি এটি একটি আত্মহত্যা। তারপরও লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি, ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

(আরআর/এসপি/অক্টোবর ২৯, ২০২১)