রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় উপসর্গে পাবনার দুজন মারা গেছেন। এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন নয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। সন্দেহজনক রোগী ৩৪ জন, করোনা আক্রান্ত পাঁচজন ও উপসর্গে ভর্তি আছেন নয়জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে কোনো টেস্ট হয়নি। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২১)