স্টাফ রির্পোটার, ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন সোনালী ব্যাংকের নিরাপত্তা বাড়াতে ব্যাংকগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হবে।রোববার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি এবং পরবর্তীতে ব্যাংক লুটের ঘটনায় ব্যাংকের ইন্টারনাল সিস্টেমের উন্নয়ন ঘটানো হয়েছে।

মন্ত্রী আরো বলেন, এখন আর চাইলেই কেউ হলমার্কের মতো ঘটনা ঘটাতে ‍পারবে না। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও বহু সোনালী ব্যাংক রয়েছে। আর তাই এগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা সময়ের ব্যাপার। তবে নিরাপত্তা জোরদার করতে এগুলোর সুড়ঙ্গপথ বন্ধের জন্য শিগগিরই ওয়েল্ডিং ও সংস্কার কাজ করা হবে।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৪)