লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : শেষ মূহুর্তে জমে উঠেছে নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকরা দিনে এবং রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে পৌর এলাকার অলিগলি। মাইকেও প্রার্থীদের প্রচার চলছে সমানতালে।

নির্বাচনের বাকি মাত্র একদিন। মেয়র পদে তিনজন প্রার্থী নির্বাচন করলেও প্রতিদ্ধন্ধিতা হবে মূলতঃ দু’জনের মধ্যে। এ দু’জন হলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জগ প্রতিকের আশরাফুল আলম। এ ছাড়া মেয়র পদে বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি মনোনীত মঈনুল হাসান কাজল হাতুড়ি প্রতিক নিয়ে নির্বাচন করলেও ভোটারদের মাঝে তেমন কোন সাড়া ফেলতে পারেনি। এ বারের নির্বাচনে কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন। উপজেলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনও নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার জন্য একাট্টা। সব কিছু মিলে, তিনি রয়েছেন সুবিধাজনক অবস্থানে। অপরদিকে, বিদ্রোহী প্রার্থী জগ প্রতিক নিয়ে আশরাফুর আলম ভয়ভীতিকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিকতার কারণে বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা গঠিত হয়। গ শ্রেণীর এ পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ এবং মহিলা ভোটার ১২ হাজার ১৬০ জন। আগামী ২ নভেম্বর মঙ্গলবার এই পৌরসভার ১১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সহকারী রির্টানিং অফিসার জসিম উদ্দিন বলেন, অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ পৌরসভায় প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

(আরএম/এসপি/অক্টোবর ৩১, ২০২১)