মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে কৌশলে প্যাকেটের ওজনসহ মিষ্টির ওজন পরিমাপ করে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে এক মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়ম না মেনে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৩১ অক্টোবর)দুপুরে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কনিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।

নিয়ম না মেনে দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজারের আব্দুল্লাহ স্টোর এর মালিক আব্দুল্লাহ মিয়াকে ১০ হাজার, শাহাদাত স্টোর এর মালিক হামিদ মিয়াকে ৫ হাজার ও ভাই ভাই স্টোর এর মালিক রমজান মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে ফাইরুজ মিস্টান্ন ও কনফেকশনারির মালিক মাঈন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, কোন অনুমোদন ছাড়াই মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান, চালের দোকানসহ বিভিন্ন দোকানে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। নিয়ম না মেনে এইসব গ্যাস সিলিন্ডারের বিক্রি করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যার কারণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এইসব অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচলনা করা হয়। এই সময় গ্যাস সিলিন্ডারের ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্যাকেটের ওজনসহ মিস্টির ওজন পরিমাপ করে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করার অপরাধে এক মিস্টির দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সামনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(এম/এসপি/অক্টোবর ৩১, ২০২১)