স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহ আলম খন্দকার ওরফে ‘কালা বাবু’ নিহত এবং তার দুই সহযোগী গ্রেফতার হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘সোমবার ভোর ৪টার দিকে ডিবি পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা বাবু ও তার লোকজন গুলি ছোড়ে। এতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। ডিবি পুলিশও পাল্টা গুলি করলে কালা বাবু আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ভরা একটি পিস্তল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মগবাজারের ট্রিপল মার্ডারের ঘটনায় কালা বাবু নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)