মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ,ঋণ ও প্রশিক্ষণ প্রাপ্তদের মঝে সদনপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ পৃথ্বিজ কুমার দাস, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সফল উদ্যোক্তাদের মধ্যে মাহমুদুন নবী,শারমীন ফেরদৌসি, ওয়ালিদ বিন সিরাজ ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভি রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খান, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুষেন কুমার বালা ।

আলোচনা পরবর্তী ২৪ লক্ষ ৪০ হাজার টাকা যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষিণ প্রাপ্ত ৪৪ জনের মধ্যে ঋণ বিতরণ, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ এবং মৎস্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

(এম/এসপি/নভেম্বর ০১, ২০২১)