মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে উপজেলা কৃষি কর্মককর্তা কার্যালয়ের আয়োজনে একটি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। আজ ১ নভেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টারটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের কৃষক আব্দুল আলীকে দেয়া হয়েছে।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আশফিয়া সুলতানা, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কাউসার মিয়া, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সহকারী অফিসার মো. মিজানুর রহমান।

জানা যায়, কম্বাইন হার্ভেস্টারটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। সরকার ৭০% ভর্তূকির মাধ্যমে কৃষকদের কৃষি উন্নয়নের জন্য বিতরণ করছেন। ভৈরব উপজেলায় মোট ৬টি কম্পাইন হার্ভেস্টার উপজেলার বিভিন্ন কৃষককে দেয়া হবে বলে জানান কৃষি অফিস।

(এম/এসপি/নভেম্বর ০১, ২০২১)